দেশে স্বর্ণের দাম আবারও কমলো, জানুন নতুন ভরিপ্রতি মূল্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে স্বর্ণের দাম আবারও কমলো, জানুন নতুন ভরিপ্রতি মূল্য

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 দেশে স্বর্ণের দাম আবারও কমলো, জানুন নতুন ভরিপ্রতি মূল্য


টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, রাত ৯:২১

দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দামের পরিবর্তনের কারণে এই সমন্বয় আনা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দাম আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে—

  • ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯৩,৮০৯ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৮৫,০০৩ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৫৮,৫৭২ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৩১,৬২৮ টাকা

স্বর্ণের দাম কমলেও রৌপ্যের দাম অপরিবর্তিত থাকবে। বাজুসের ঘোষণায় বলা হয়,

  • ২২ ক্যারেট রৌপ্য ভরি: ৪,২৯২ টাকা

  • ২১ ক্যারেট রৌপ্য ভরি: ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট রৌপ্য ভরি: ৩,৪৭৬ টাকা

  • সনাতন রৌপ্য ভরি: ২,৬০১ টাকা

এছাড়া, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুসের ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কোন মন্তব্য নেই