স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ডাকসুর দিনব্যাপী কর্মসূচি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ডাকসুর দিনব্যাপী কর্মসূচি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে ডাকসুর দিনব্যাপী কর্মসূচি


 টাইমস এক্সপ্রেস ২৪

স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেভ দ্য স্মাইল’ স্লোগান নিয়ে আয়োজিত এ সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে বারডেম জেনারেল হাসপাতাল


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এ সময় উপস্থিত ছিলেন—

  • বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া,

  • ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ,

  • বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব,

  • বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. আনোয়ারুল ইসলাম,

  • অধ্যাপক ডা. শর্মিষ্ঠা রায়,

  • ডা. মাসুদা জয়া এবং ডা. হাসিনা আলম

কর্মসূচির সঞ্চালনা করেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াআফসানা আক্তার
স্বাগত বক্তব্য দেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ।


উপাচার্যের বক্তব্য

অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন,
“লজ্জা বা ভয় থেকে অনেক নারী স্বাস্থ্য সমস্যার কথা গোপন রাখেন। এতে রোগ জটিল হয়ে নিরাময় কঠিন হয়ে পড়ে। খাদ্যাভ্যাস পরিবর্তন, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সচেতনতা বৃদ্ধিই ক্যান্সার প্রতিরোধের মূল উপায়।”

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উন্নয়ন ও চিকিৎসা সেবার মানোন্নয়নে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। তুরস্কের সহযোগিতায় অবকাঠামোগত সংস্কার কাজও চলছে।


প্রসঙ্গত

সেমিনারে জানানো হয়, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৬ হাজার ৮০০ নারী স্তন ক্যান্সারে মারা যান। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব।

কোন মন্তব্য নেই