খুলনায় জোড়া হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, তিনজন পলাতক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খুলনায় জোড়া হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, তিনজন পলাতক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 খুলনায় জোড়া হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, তিনজন পলাতক


 টাইমস এক্সপ্রেস ২৪

খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে সংঘটিত আলোচিত পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যাকাণ্ডের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুলশোয়েব সুমন। তাদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। এছাড়া কুটিশামীম নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে কুপিয়ে হত্যা করে।

তাকে রক্ষা করতে এগিয়ে আসেন সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা এবং মা রেখা সাহা। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত পারভেজের বাবা নিজামউদ্দিন হাওলাদার বাদী হয়ে সাতজনের নামে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে নয়জনের নামে অভিযোগপত্র দাখিল করে।

কোন মন্তব্য নেই