চুরির অভিযোগে নারীকে আটকে হেনস্তা, স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চুরির অভিযোগে নারীকে আটকে হেনস্তা, স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ
টাইমস এক্সপ্রেস ২৪
মাদারীপুরে চোর সন্দেহে এক নারী ও তার এক বছরের শিশু কন্যাকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠেছে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর পৌর শহরের পুরাতন বাজারের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ঘটনাটি মাদারীপুর সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী জানান, তিনি সদর উপজেলার তালতলা এলাকার শ্বশুরবাড়ি থেকে শিশু কন্যাকে নিয়ে রুপার চুড়ি কিনতে পুরাতন বাজারের স্বর্ণপট্টিতে যান। সেখানে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ তাকে চোর সন্দেহে একটি দোকানে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন।
তার ভাষায়,
“আমাকে ও আমার শিশুকে বিনা অপরাধে আটকিয়ে অপমান করা হয়েছে। এতে আমার মানহানি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”
ঘটনা জানাজানি হলে পরিবারের সদস্যরা দোকানে গিয়ে কারণ জানতে চান। তখন স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন, ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। তবে পরে তিনি স্বীকার করেন যে তার সিসি ক্যামেরা নষ্ট অবস্থায় ছিল।
চুরির কোনো প্রমাণ দেখাতে না পারায় ভুক্তভোগী নারী রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ সাংবাদিকদের বলেন,
“আমার সন্দেহ হয়েছিল, তাই সংগঠনের সেক্রেটারিকে জানিয়েছিলাম। পরে সেক্রেটারিই তাদের কিছু সময়ের জন্য আটকে রাখেন।”
এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি কামাল হোসেন বলেন,
“গোপাল চন্দ্র ঘোষের নির্দেশেই ওই নারী ও তার সন্তানকে দোকানে আটকে রাখা হয়।”
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন,
“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কোন মন্তব্য নেই