ব্র্যাক ব্যাংকের ইপিএস বেড়েছে ৪৪%
নিউজ প্রতিবেদন:২৪ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৯
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শীর্ষ প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৫–সেপ্টেম্বর’২৫) শক্তিশালী আর্থিক ফলাফল প্রকাশ করেছে।
গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (EPS) বেড়েছে ৪৪ দশমিক ৫৭ শতাংশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তৃতীয় প্রান্তিকের পারফরম্যান্স
সূত্র মতে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা।
অর্থাৎ, ব্যাংকটির আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৪.৫৭%, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ প্রান্তিক বৃদ্ধির হার।
নয় মাসের (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) ফলাফল
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৯ পয়সা। গত বছরের একই সময়ে এই অঙ্কটি ছিল ৪ টাকা ৩৭ পয়সা।
অর্থাৎ, বছরওয়ারি হিসাবে ব্র্যাক ব্যাংকের ইপিএস বেড়েছে প্রায় ৩৯%।
নিট সম্পদ মূল্য (NAVPS)
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে ব্যাংকটির প্রতি শেয়ার নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৩ পয়সা।
ব্র্যাক ব্যাংকের এই ধারাবাহিক প্রবৃদ্ধি ব্যাংকের মজবুত আর্থিক ভিত্তি, ডিজিটাল ব্যাংকিংয়ে সম্প্রসারণ এবং করপোরেট ও রিটেইল খাতে টেকসই আয় বৃদ্ধির ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের মতে, এই ফলাফল বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে এবং পুঁজিবাজারে ব্যাংক খাতের সামগ্রিক ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংবাদটি শেয়ার করুন – ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধির এই সাফল্য বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

কোন মন্তব্য নেই