আজ বিকেলে ১১ প্রতিষ্ঠানের ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা: বিনিয়োগকারীদের নজর শেয়ারবাজারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ বিকেলে ১১ প্রতিষ্ঠানের ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা: বিনিয়োগকারীদের নজর শেয়ারবাজারে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




 আজ বিকেলে ১১ প্রতিষ্ঠানের ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা: বিনিয়োগকারীদের নজর শেয়ারবাজারে



নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হবে। সভায় প্রতিষ্ঠানগুলো তাদের ইপিএস (Earnings Per Share)ডিভিডেন্ড ঘোষণা করবে বলে জানা গেছে।

লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো—
শাহজালাল ব্যাংক, বিআএফসি, বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল (ইটিএল), সামিট পাওয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, স্কয়ার ফার্মা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড এবং কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

এর মধ্যে বিকন ফার্মা, আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল (ইটিএল), সামিট পাওয়ারস্কয়ার ফার্মা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, শাহজালাল ব্যাংক, বিআএফসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ভ্যালেন্স ফান্ড ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ইপিএস ঘোষণা করবে।

এছাড়া, কেপিটাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড একই সময়ের প্রথম প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর) এর ইউনিট প্রতি আয় (ইউপিএস) প্রকাশ করবে।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এই ঘোষণাগুলো আজ বিকেলেই প্রকাশিত হলে বাজারে নতুন গতি আসতে পারে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।

কোন মন্তব্য নেই