ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২০, যুদ্ধবিরতি প্রশ্নে নতুন উত্তেজনা
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২০, যুদ্ধবিরতি প্রশ্নে নতুন উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। এ ঘটনার পর যুদ্ধবিরতির মধ্যেই সহিংসতার তীব্রতা বাড়তে শুরু করেছে।
আল–জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষ।
হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলের হামলার জবাবে তারা এক বন্দির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে। সংগঠনটি সতর্ক করেছে, আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হবে এবং বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে দেরি হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, “উভয় পক্ষের হামলার অভিযোগ থাকলেও যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। ছোটখাটো সংঘর্ষ ঘটতে পারে, কিন্তু প্রেসিডেন্টের শান্তি উদ্যোগ অব্যাহত থাকবে।”
চিকিৎসা সূত্রে জানা গেছে, মঙ্গলবারের হামলায় উত্তর গাজার সাবরা এলাকায় চারজন ও দক্ষিণ খান ইউনূসে পাঁচজনসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।
গাজা সিটি থেকে আল–জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, একটি ক্ষেপণাস্ত্র আল–শিফা হাসপাতালের পেছনে আঘাত হানে। এতে হাসপাতালের ভেতরে রোগী ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিভিল ডিফেন্স কর্মকর্তা ইব্রাহিম আবু রিশ বলেছেন, “এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। আমরা যত বেশি সম্ভব হতাহতদের উদ্ধারের চেষ্টা করছি।”
হামাসের নেতা সুহাইল আল–হিন্দি বলেন, “আমরা চুক্তি মেনে চলছি। ইসরায়েল মিথ্যা অভিযোগ তোলা বন্ধ করুক।”
বিশ্লেষকদের মতে, এই হামলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াতে পারে।

কোন মন্তব্য নেই