শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে কর্মীর মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে কর্মীর মৃত্যু
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেওয়া এক কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কাচারি মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৮)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের মৃত সফর উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালিহা নুঝাত বলেন, “বাদশা মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল করে নেতাকর্মীরা নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যাচ্ছিলেন। এসময় উরফা ইউনিয়নের মিছিলে থাকা বাদশা মিয়া বুকে ব্যথা অনুভব করে পড়ে যান। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা বিএনপির নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন বলেন, “বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার মৃত্যুতে সংগঠন একজন সক্রিয় সদস্যকে হারাল।”
নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, “বাদশা মিয়ার মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও অপমৃত্যু মামলা করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বাদশা মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই