শেকৃবি বিজয় ২৪ হলের ক্যান্টিন ৭ দিন ধরে বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শেকৃবি বিজয় ২৪ হলের ক্যান্টিন ৭ দিন ধরে বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
শেকৃবি সংবাদদাতা || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৪ | আপডেট: ১৮:৩৩
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হলের ক্যান্টিন বন্ধ রয়েছে টানা সাত দিন ধরে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
গরুর মাংসের ঝোল অন্য খাবারের সঙ্গে মেশানোর অভিযোগ ওঠায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে হল কর্তৃপক্ষ ক্যান্টিন বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় শিক্ষার্থীরা বিকল্প খাবারের ব্যবস্থা করতে গিয়ে সময় ও খরচ—দুটোই বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন।
বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ মো. জাহিদুর রহমান বলেন, “আমরা নতুন একজন বিশ্বস্ত ক্যান্টিন ম্যানেজার নিয়োগের চেষ্টা করছি। আগের ভুল যেন না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছি। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই ক্যান্টিনটি পুনরায় চালু করা যাবে।”
আবাসিক শিক্ষার্থী রাকিবুল ইসলাম মিদুল বলেন, “রবিবারের মধ্যে ক্যান্টিন চালুর কথা বলা হলেও তা হয়নি। এখন আমাদের অন্য হলে গিয়ে খেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।”
অন্য শিক্ষার্থী কৃষ্ণ কুমার বলেন, “যত দ্রুত সম্ভব ক্যান্টিনটি চালু করা উচিত। অন্য হলে খেতে গিয়ে প্রতিদিন ভিড় ও দীর্ঘ অপেক্ষার মুখে পড়ছি। শনিবার দুপুরে খাবার পেতে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।”
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ক্যান্টিন চালুর দাবি জানিয়েছেন, যাতে তারা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও ক্লাস কার্যক্রমে ফিরতে পারেন।

কোন মন্তব্য নেই