লালন মেলায় চুরি গেল ৭৮টি মোবাইল, জাল টাকাসহ গ্রেপ্তার ৯ জন
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লালন মেলায় চুরি গেল ৭৮টি মোবাইল, জাল টাকাসহ গ্রেপ্তার ৯ জন
কুষ্টিয়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৭:২৮ | আপডেট: ১৭:৫৬
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের লালন মেলায় চুরি গেছে অন্তত ৭৮টি মোবাইল ফোন। একই সঙ্গে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
কুমারখালী থানার সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে ফোন চুরির ঘটনায় ৭৮ জন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সময় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে চুরি ও জাল টাকার ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, “তিরোধান দিবসে লাখো মানুষের ভিড়ের সুযোগে একাধিক চক্র সক্রিয় ছিল। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। তিন দিনে অন্তত ১০-১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তারদের নাম
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—
সিরাজগঞ্জের শামীম তালুকদার (২৮), নেত্রকোনার সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার সজিব (১৯), মৌলভীবাজারের রমজান আলী (২৬), ময়মনসিংহের রাজিব মিয়া (২০), পাবনার আব্দুল মালেক (২৫), গাইবান্ধার মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার তানজিম (২০) এবং জাল টাকার মামলায় আমবাড়িয়ার সবুজ (২৪)।
ভুক্তভোগীদের ক্ষোভ
রবিবার দুপুরে থানার প্রবেশপথে ভুক্তভোগীদের ভিড় দেখা যায়।
ভেড়ামারার বাসিন্দা শাওন ইসলাম বলেন, “শনিবার রাতে লালন মাজারের প্রবেশপথে ভিড়ের মধ্যে আমার ‘রেডমি নোট ১৪’ ফোনটি হারিয়ে যায়।”
স্কুলশিক্ষক পলাশ কুমার বিশ্বাস জানান, “শুক্রবার রাতে বিশাল জনসমাগমে আমার স্যামসাং ফোনটি চুরি হয়।”
নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও চুরি
থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, “লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও ভিড়ের মধ্যে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জাল টাকার ঘটনায় গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।”
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব শেষ হয় রবিবার রাতে লালন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

কোন মন্তব্য নেই