ময়মনসিংহে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ময়মনসিংহে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত”
ময়মনসিংহ প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নেত্রকোণার কলমাকান্দা উপজেলার জয়নাল আবেদীনের ছেলে ট্রাকচালক আল-আমীন (২৮) এবং ময়মনসিংহ সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে চালকের সহকারী মো. রাশেদ (৩০)।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশেদ আহমেদ জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক তারেক হাসান জানান, ভোরে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোন মন্তব্য নেই