কালীগঞ্জে বড়শির টানে শখের মাছ শিকারিদের উৎসব, প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কালীগঞ্জে বড়শির টানে শখের মাছ শিকারিদের উৎসব, প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন
সংবাদ প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
গাজীপুর, ১৪ অক্টোবর ২০২৫
গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে শখের মাছ শিকারিদের উৎসব। বর্ষা শেষে জলমগ্ন মাঠ, খাল-বিল, নদী-নালায় এখন বড়শি হাতে ভিড় করছেন শখের মৎস্যশিকারিরা। কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, কেউ চাকরিজীবী— পেশা আলাদা হলেও সবার টান এক, বড়শির ফাঁদে মাছ ধরা আনন্দে মেতে ওঠা।
🔹 প্রকৃতির সান্নিধ্যে মাছ ধরার উৎসব
আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতে চারদিক ভরে যায় জলধারায়। আশ্বিনে এসে কালীগঞ্জের বিল, ঝিল আর নদীগুলোয় মাছের প্রাচুর্য বাড়ে। তখন থেকেই জমে ওঠে শিকারিদের উৎসব।
বেলাই বিল, আফাইন্নার বিল, শীতলক্ষা নদীসহ বিভিন্ন জলাশয়ে সকাল থেকে শুরু হয় মাছ ধরার অভিযান। কেউ পাড়ে বসে বড়শি ফেলেন, কেউ আবার ডিঙি নৌকা ভাড়া করে নামেন গভীর জলে।
বিলের নিয়মিত শিকারি পারভেজ বলেন,
“বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটাই আলাদা। সারাদিন অপেক্ষার পর যদি একটা বড় মাছ পাই, তাতেই সব পরিশ্রম সার্থক। এটা শুধু শখ নয়, মানসিক প্রশান্তিরও উৎস।”
🔹 টোপ বানানো থেকে প্রতিযোগিতা
অনেকেই জানান, টোপ বানাতে কেউ কেউ হাজার টাকাও খরচ করেন। কেউ এটাকে প্রতিযোগিতা হিসেবে নেন, কেউ ধ্যানের মতো উপভোগ করেন।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে এই ‘বড়শির মৌসুম’। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মাছ ধরার প্রতিযোগিতা ও উল্লাস।
দর্শকরাও কম নয়— কেউ মাছ ধরা দেখতে আসেন, কেউ শিকারির টিপস দেন, কেউ বা মোবাইল ক্যামেরায় বন্দি করেন সেই মুহূর্ত।
🔹 মৎস্য কর্মকর্তার মন্তব্য
কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন,
“শখের মাছ শিকার আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। এতে মানুষ প্রকৃতির সঙ্গে মিশে যায়। তবে সবাইকে অনুরোধ, ছোট মাছ ছেড়ে দিন, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে।”
🔹 বিনোদনের নতুন মাধ্যম
মাছ ধরা এখন শুধু জীবিকার উপায় নয়, এটি হয়ে উঠেছে গ্রামীণ বিনোদনের অনন্য উৎস।
অনেকে পরিবার নিয়ে আসেন, কেউ আবার ধরা মাছ বিলের পাড়েই রান্না করে উপভোগ করেন।
বড় মাছ টোপে ধরা পড়লে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস— হাসি, চিৎকার আর আনন্দে ভরে ওঠে পরিবেশ।
একজন শিকারি বলেন,
“এই আনন্দের দাম টাকায় মাপা যায় না।”
🔹 প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন
বর্ষা শেষে জল কমে এলেও শিকারিদের মন থেকে বড়শির টান যায় না।
তারা বলেন,
“মাছ না ধরলে দিনটাই অসম্পূর্ণ লাগে।”
কালীগঞ্জের বিল-ঝিল তাই শুধু জীবিকার উৎস নয়, মানুষ ও প্রকৃতির সংযোগের এক প্রাণবন্ত প্রতীক।
কোন মন্তব্য নেই