সালমান শাহর মৃত্যু মামলা: আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সালমান শাহর মৃত্যু মামলা: আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সালমান শাহর মৃত্যু মামলা: আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ



জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৬:৫১ | আপডেট: ১৭:৫১

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও, তার পরিবার এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে।

পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা দায়ের করেন। ওই সময় সিআইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

তবে তদন্ত শেষে সিআইডি সালমানের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে প্রতিবেদন দাখিল করে, যা ১৯৯৭ সালের ২৫ নভেম্বর আদালত গ্রহণ করে। এরপর বাদীপক্ষ রিভিশন আবেদন করে মামলা পুনরায় খোলার দাবি জানায়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০০৩ সালে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়। প্রায় ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট আদালতে দাখিলকৃত প্রতিবেদনে মৃত্যুকে ‘অপমৃত্যু’ বলা হয়।

এরপর সালমানের বাবা মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন।

পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব যায় পিবিআইয়ের হাতে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই প্রতিবেদন জমা দিলে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত তা গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি ঘোষণা করে।

তবে বাদীপক্ষ ২০২২ সালের ১২ জুন মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করে, যেখানে বলা হয়— “একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে ধামাচাপা দেয়া হয়েছে। সত্য উদঘাটনে পুনরায় সুষ্ঠু তদন্ত জরুরি।”

আদালত আজ সেই আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন

উল্লেখ্য, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। পরবর্তীতে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে ১৩টি সুপারহিট সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হয়ে ওঠেন। তার শেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’

কোন মন্তব্য নেই