এক ঈশ্বরেই বিশ্বাসী আমি: চিরঞ্জিৎ চক্রবর্তীর খোলামেলা স্বীকারোক্তি” - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক ঈশ্বরেই বিশ্বাসী আমি: চিরঞ্জিৎ চক্রবর্তীর খোলামেলা স্বীকারোক্তি”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 এক ঈশ্বরেই বিশ্বাসী আমি: চিরঞ্জিৎ চক্রবর্তীর খোলামেলা স্বীকারোক্তি”


বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

ভারতের জনপ্রিয় অভিনেতা ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী বলেছেন, তিনি এক ঈশ্বরেই বিশ্বাসী। ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বর্ষীয়ান অভিনেতা নিজের ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক ভাবনা নিয়ে খোলাখুলি কথা বলেন।

চিরঞ্জিৎ বলেন, “অলৌকিকতায় আমি বিশ্বাস করি না। আমার কাছে ঈশ্বর বহু নন, এক। তাই আমি প্রত্যেক দেবদেবীর কাছে মাথা নত করি না, প্রার্থনাও জানাই না।”

তিনি আরও বলেন, “যদি ভুল ঈশ্বরের কাছে ভুল প্রার্থনা করে ফেলি! না চাইতেই ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন। আমার হারানোর কিছু নেই, তাই কিছু চাওয়ারও নেই।”

তবে লোকনাথ বাবার প্রতি তার গভীর আস্থা রয়েছে। চিরঞ্জিৎ বলেন, “লোকনাথ বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস। ভিতর থেকে মনে হয়, ডাকলে সাড়া দেবেন। এমনকি তেঘরিয়ার লোকনাথ বাবার মন্দির থেকে আমি একবার সোনার হারও উপহার পেয়েছিলাম, যার লকেটে তাঁর ছবি।”

সম্প্রতি চিরঞ্জিৎ অভিনয় করেছেন ‘পর্ণশবরীর শাপ’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তিনি তান্ত্রিক ‘ভাদুড়িমশাই’-এর চরিত্রে অভিনয় করেছেন। এ ধরনের চরিত্রে অভিনয় তার বিশ্বাসে কোনো পরিবর্তন এনেছে কি না— জানতে চাইলে তিনি বলেন, “বিশ্বাসে কোনো চিড় ধরেনি। আমরা অভিনেতা, যেকোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারি।”

তবে শুটিংয়ের সময় কিছু অস্বস্তির কথাও জানান এই তারকা। “গভীর রাতে পাহাড়ে শ্মশানের সেট তৈরি করা হয়েছিল। চারপাশে ধুনো পুড়ছে, আমি মন্ত্র পড়ছি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, হয়তো এটাই ঈশ্বরের সঙ্গে সংযোগ!”— বলেন চিরঞ্জিৎ চক্রবর্তী।

কোন মন্তব্য নেই