নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই: “আমার সাহিত্যে ঘটে নিয়ন্ত্রিত পাগলামি” - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই: “আমার সাহিত্যে ঘটে নিয়ন্ত্রিত পাগলামি”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 নোবেলজয়ী লাসলো ক্রাসনাহোরকাই: “আমার সাহিত্যে ঘটে নিয়ন্ত্রিত পাগলামি”


সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরির বিখ্যাত কথাসাহিত্যিক, কল্পলেখক ও চিত্রনাট্যকার লাসলো ক্রাসনাহোরকাই। গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি, মনোমুগ্ধকর বর্ণনাশৈলী এবং দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তাঁকে ২০২৫ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। সমালোচকরা বলেন, তাঁর লেখার আবেগপ্রবণতা, বিভ্রান্তিকর গঠন ও বিয়োগান্তক উপস্থাপনা তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ক্রাসনাহোরকাইয়ের সাহিত্যকে প্রায়ই ‘উত্তর-আধুনিক ডিসটোপিয়ান’ ধাঁচের বলা হয়। তাঁর রচনায় মানুষের অন্ধকার দিক, ভয়, এবং ধ্বংসের আশঙ্কা ঘিরে গভীর মনস্তাত্ত্বিক অনুসন্ধান লক্ষ্য করা যায়।

সম্প্রতি ‘গুয়ের্নিকা’ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমার সব সাহিত্য রচনা নিয়ন্ত্রিত পাগলামিতে ঘটে। এই পাগলামির নিজস্ব গতি আছে, যা চরিত্রগুলোকে আশঙ্কা থেকে সন্ত্রাসের প্রান্তে নিয়ে যায়।”

দীর্ঘ বাক্য ব্যবহারের বিষয়ে ক্রাসনাহোরকাই জানান,

“আমি ছোট বাক্যকে কিছুটা মেকী মনে করি। বাস্তব জীবনের কথোপকথন অনর্গল হয়—তাই আমার লেখায় যতি চিহ্নের প্রয়োজন হয় না।”

তাঁর বিখ্যাত উপন্যাস দ্য মেল্যানক্যালি অব রিজিস্ট্যান্স-এর প্রসঙ্গেও তিনি বলেন, সেখানে মানব সভ্যতার অসভ্যতা ও সৌন্দর্যের চরম মেরু একসঙ্গে সংঘর্ষে আসে।

অন্যদিকে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ-এর সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। ক্রাসনাহোরকাই বলেন,

“নিউ ইয়র্কে থাকার সময় অ্যালেন গিন্সবার্গ আমাকে লেখালেখির নতুন কৌশল শিখিয়েছিলেন। আমরা রাতভর সাহিত্য, বৌদ্ধধর্ম ও ইতিহাস নিয়ে আলোচনা করতাম।”

সাহিত্যের জগতে লাসলো ক্রাসনাহোরকাইয়ের এই অর্জন হাঙ্গেরি ছাড়াও বিশ্ব সাহিত্যকে নতুন করে আলোচনায় এনেছে।

কোন মন্তব্য নেই