শুরুর সবুজে আশার আলো, শেষে লাল সমুদ্রে ঢাকার শেয়ারবাজার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শুরুর সবুজে আশার আলো, শেষে লাল সমুদ্রে ঢাকার শেয়ারবাজার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শুরুর সবুজে আশার আলো, শেষে লাল সমুদ্রে ঢাকার শেয়ারবাজার

অর্থনীতি ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৩৭

একদিনের স্বস্তির পর ফের লাল সমুদ্রে ঢাকার শেয়ারবাজার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও শেষ ঘণ্টায় বড় মূলধনী শেয়ারের দরপতনে বাজার নিম্নমুখী হয়ে পড়ে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৯৭ পয়েন্টে

বিশ্লেষণ অনুযায়ী, বাজারের বড় সাতটি কোম্পানির দরপতনেই সূচক নিম্নমুখী হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো—
স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, ইস্টার্ন ব্যাংক, বিএটিবিসি, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

এই সাত কোম্পানি মিলেই সূচক থেকে প্রায় ১৫ পয়েন্ট কমিয়েছে

🔹 স্কয়ার ফার্মা একাই সূচক থেকে ৩ পয়েন্টের বেশি কমিয়েছে। এর শেয়ারদর ১ টাকা ৯০ পয়সা (০.৮৯%) কমে ২১০.৪০ টাকা হয়।
🔹 ব্র্যাক ব্যাংক কমিয়েছে ২ পয়েন্টের বেশি, দর নেমেছে ৬৮.৪০ টাকায়
🔹 ওয়ালটন হাইটেক ৪ টাকা ৮০ পয়সা বা ১.২১% কমে দাঁড়িয়েছে ৩৯১ টাকায়

এছাড়া ইস্টার্ন ব্যাংক, বিএটিবিসি, খান ব্রাদার্সআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মিলেও সূচক কমিয়েছে প্রায় ৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, বড় মূলধনী শেয়ারে চাপ থাকলেও এটি স্বল্পমেয়াদি সংশোধন হতে পারে। মৌলভিত্তিক বিনিয়োগকারীদের জন্য এখনই হতে পারে ‘অবস্থান নেওয়ার উপযুক্ত সময়’।

কোন মন্তব্য নেই