করণ জোহরের হঠাৎ ওজন কমার রহস্য ফাঁস, জানালেন টুইঙ্কেল খান্না

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
করণ জোহরের হঠাৎ ওজন কমার রহস্য ফাঁস, জানালেন টুইঙ্কেল খান্না
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক করণ জোহর দীর্ঘদিন ধরেই দর্শকদের প্রিয় মুখ। ‘কুছ কুছ হোতা হ্যায়’–এর মতো সুপারহিট সিনেমা নির্মাণ করে তিনি একসময় আলোচনার শীর্ষে ছিলেন। তবে গত এক বছর ধরে করণের ওজন কমানো ও শারীরিক পরিবর্তন নিয়ে বলিউডে চলছে নানা জল্পনা।
মাত্র কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমানোয় অনেকেই ধারণা করেছিলেন—তিনি হয়তো বিশেষ কোনো ওষুধ বা ইনজেকশনের সাহায্য নিয়েছেন। তবে সেই গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না।
সম্প্রতি টুইঙ্কেল ও কাজলের চ্যাট শোতে অতিথি হয়ে আসেন করণ জোহর। সেখানে টুইঙ্কেল মজার ছলে প্রশ্ন করেন,
“আর কত ইঞ্জেকশন নেবে শরীরে? কতটা রোগা হয়ে গেছো, দেখেছো? তোমার মা কিছু বলে না?”
প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে করণ জোহর বলেন,
“না, মা এসব নিয়ে কিছু বলে না। আর আমি এখন কার্বোহাইড্রেট খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি।”
তিনি আরও জানান, অনেকেই মনে করেন তিনি কোনো রোগে ভুগছেন বা ওষুধের মাধ্যমে ওজন কমিয়েছেন, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে অর্জিত।
করণ বলেন, “আমি দিনে মাত্র একবার খাই, সেটাও নিরামিষ খাবার। দুধজাত খাবার ও চিনি একদমই খাই না।”
এই পরিবর্তনের ফলে শুধু ওজনই নয়, জীবনযাপন ও মানসিক অবস্থাতেও বড় রকমের পরিবর্তন এসেছে তার। তিনি বলেন,
“দুই সন্তানের জন্য আমাকে অনেকদিন বাঁচতে হবে। শুধু তাদের জন্য নয়, দর্শকদের জন্যও আরও ভালো ভালো গল্প বলার দায়িত্ব আছে আমার।”
কোন মন্তব্য নেই