সাগর-রুনি হত্যা তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাগর-রুনি হত্যা তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাগর-রুনি হত্যা তদন্তে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে গঠিত টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির, রিটকারীর পক্ষে ছিলেন মনজিল মোরসেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের টাস্কফোর্স গঠন করে। এতে পিবিআই প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপিকে আহ্বায়ক করা হয়।

টাস্কফোর্সে আরও রয়েছেন পুলিশ সদর দপ্তর, সিআইডি ও র‌্যাবের তিন কর্মকর্তা। তবে ৬ এপ্রিল আদালতের অবকাশকালীন ছুটির কারণে অগ্রগতি না হওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়। সেই ধারাবাহিকতায় আদালত দ্বিতীয়বারের মতো আরও ছয় মাস সময় বাড়ালেন

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার (মাছরাঙা টিভির বার্তা সম্পাদক) ও মেহেরুন রুনি (এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক)। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। প্রথমে ডিবি পুলিশের হাতে তদন্ত থাকলেও পরে হাইকোর্টের আদেশে দায়িত্ব পায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিন্তু এত বছরেও কোনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি

আইনজীবী মনজিল মোরসেদ জানান, “২০১২ সালে জনস্বার্থে রিট দায়ের করেছিলাম যেন হত্যাকাণ্ডের আসামিদের আইনের আওতায় আনা হয়। কিন্তু দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।”

কোন মন্তব্য নেই