আমদানিতে নতুন নিয়ম: এক্সপোজার ছাড়াই শিল্প খাতে সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
আমদানিতে নতুন নিয়ম: এক্সপোজার ছাড়াই শিল্প খাতে সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
টাইমস এক্সপ্রেস ২৪ | অর্থনীতি ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, সকাল ০৮:২০
শিল্প খাতের আমদানিকারকদের জন্য বড় সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রয়-বিক্রয় চুক্তি (Sales Contract) ভিত্তিতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো ক্রেডিট এক্সপোজার ছাড়াই আমদানিকারকদের ডকুমেন্টারি কালেকশন (URC 522 অনুযায়ী) সেবা দিতে পারবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়। প্রজ্ঞাপনটি ইতোমধ্যে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখায় পাঠানো হয়েছে।
🔹 কি পরিবর্তন আসছে নতুন নিয়মে?
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রচলিত আমদানি নীতিমালার আওতায় শিল্প উদ্যোক্তারা মূল্যসীমা নির্বিশেষে
-
কাঁচামাল,
-
ক্যাপিটাল মেশিনারি, এবং
-
ফায়ার ডোর
ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে আমদানি করতে পারবেন।
তবে বাণিজ্যিক আমদানি ক্ষেত্রে পূর্বনির্ধারিত মূল্যসীমা বজায় থাকবে।
এর আগে এলসি (Letter of Credit) ব্যবস্থায় ব্যাংকগুলোকে আমদানিকারকের ওপর নির্দিষ্ট পরিমাণ এক্সপোজার (ঋণ ঝুঁকি) নিতে হতো। কিন্তু নতুন নীতিতে শুধুমাত্র Sales Contract ও Documentary Collection পদ্ধতির আমদানিতে ব্যাংকগুলোকে আর এক্সপোজার নিতে হবে না।
🔹 URC 522 কী?
URC বা Uniform Rules for Collections হলো আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (ICC) প্রণীত একটি নিয়মাবলি, যা ব্যাংক, বিক্রেতা ও ক্রেতার মধ্যে আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করে তোলে।
🔹 সার্কুলারের অন্যান্য দিক
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূর্ববর্তী সার্কুলার নং ৩৩/২০২৫-এর অনুচ্ছেদ ৩৪(৪) ও ৩৫ অনুযায়ী বিলম্বিত পেমেন্ট সুবিধা আগের মতোই বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো—
-
বৈদেশিক মুদ্রা লেনদেনকে সহজ ও ঝুঁকিমুক্ত করা,
-
শিল্প খাতে তারল্য বৃদ্ধি, এবং
-
ব্যাংক এক্সপোজারের ওপর নির্ভরতা কমানো।
কোন মন্তব্য নেই