দেশের মাটিতেই বিদায় নিতে চান সাকিব আল হাসান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশের মাটিতেই বিদায় নিতে চান সাকিব আল হাসান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশের মাটিতেই বিদায় নিতে চান সাকিব আল হাসান



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বারবার বিতর্কের মুখে পড়লেও নিজের খেলায় অবিচল রয়েছেন। রাজনীতি, ব্যবসা এবং ব্যক্তিগত নানা বিতর্কের মাঝেও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারকে প্রথম শিরোপা জিতিয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাকিব খোলামেলা কথা বলেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও অবসরের প্রসঙ্গে। তিনি বলেন, “জুলাইয়ের সময় কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গেছে। হয়তো দেশের মানুষ আমার কাছ থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি তখন তা করতে পারিনি।”

অবসর প্রসঙ্গে সাকিব জানিয়েছেন, তিনি দেশের মাটিতেই বিদায় নিতে চান। যদিও ২০২৪ সালে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন, তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেননি।

সাকিব বলেন, “হ্যাঁ, শতভাগ প্রত্যাশা করি দেশে খেলে বিদায় নিতে। এটা আমার চেয়ে বেশি চাই আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার এবং আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।”

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান—এমন প্রত্যাশাই এখন ক্রিকেটপ্রেমীদের।

কোন মন্তব্য নেই