দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮০ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতির উদ্বেগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
 দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮০ শতাংশ: যাত্রী কল্যাণ সমিতির উদ্বেগ
বিশেষ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
দেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহভাবে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে, জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, পরিবহন খাতে দুর্নীতি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক ও নৈরাজ্যের কারণে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন—
“স্বাধীনতার আগে নৌ ও রেলপথে ৮০ শতাংশ মানুষ যাতায়াত করত, তখন সড়কে দুর্ঘটনা সীমিত ছিল। এখন যাতায়াতের ৮০ শতাংশ সড়কনির্ভর হয়ে পড়ায় দুর্ঘটনাও ৮০ শতাংশ বেড়েছে।”
তিনি জানান, ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ নিহত ও ১ লাখ ৬৫ হাজার আহত হয়েছেন।
মোজাম্মেল হক অভিযোগ করেন, “ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, চাঁদাবাজি ও পুলিশ-পরিবহন মালিকদের দৌরাত্ম্যে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এসব অনিয়ম বন্ধ না হলে দুর্ঘটনা রোধ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের অদক্ষ নীতির কারণে ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় নামানোর সিদ্ধান্ত রাজধানীকে অচল করে দেবে।”
সংবাদ সম্মেলনে ১২ দফা সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে রয়েছে—
- 
নৌ, রেল ও সড়কপথের সমন্বিত পরিবহন ব্যবস্থা; 
- 
ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ; 
- 
ম্যাস ট্রানজিট ও বাস র্যাপিড ট্রানজিট (BRT) চালু; 
- 
দক্ষ চালক তৈরিতে সরকারি প্রশিক্ষণ; 
- 
দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ; 
- 
পথচারী ও সাইক্লিস্টদের জন্য পৃথক লেন নির্মাণ। 
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই