বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা
টাইমস এক্সপ্রেস ২৪ | নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | ২৯ আশ্বিন ১৪৩২ বাংলা | ২১ রবিউস সানি ১৪৪৭ হিজরি
রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (ডব্লিউএফএফ)–এর মূল অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রেসিডেন্ট লুলা বাংলাদেশ সফরের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে বলেন,
“আমি বাংলাদেশে যাব।”
তিনি আরও জানান, ব্রাজিল তার নাগরিকদের সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের সাফল্য থেকে শিক্ষা নিতে আগ্রহী।
দ্বিপাক্ষিক আলোচনায় সহযোগিতার নতুন দিগন্ত
বৈঠকে দুই দেশের নেতা সামাজিক অন্তর্ভুক্তি, দারিদ্র্য মোকাবেলা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।
তারা বিশেষভাবে গভীর সমুদ্র মৎস্য আহরণ, ওষুধ ও টিকা উৎপাদন (বিশেষ করে পেটেন্ট-মুক্ত টিকা) বিষয়েও যৌথ উদ্যোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
আসন্ন কপ৩০ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ ও ব্রাজিলের যৌথ পদক্ষেপ নিয়েও মতবিনিময় হয়।
🇧🇩 বাংলাদেশ সফর ফেব্রুয়ারিতে
প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফর সম্পন্ন করতে চান।
এ সময় অধ্যাপক ইউনুস তার আগ্রহকে উষ্ণভাবে স্বাগত জানান এবং বলেন—
“এটি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং বাণিজ্য ও সহযোগিতায় নতুন সম্ভাবনা তৈরি করবে।”
ইতিহাস, ফুটবল ও বন্ধুত্বপূর্ণ মুহূর্ত
বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল নিয়েও কথা বলেন।
অধ্যাপক ইউনুস মজার ছলে বলেন,
“বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিলের সমর্থক আছে।”
লুলা হাসিমুখে এই উচ্ছ্বাসকে স্বাগত জানান।
অধ্যাপক ইউনুস স্মরণ করেন, তিনি প্রথমবার ২০০৮ সালে ব্রাজিল সফরে লুলার সঙ্গে সাক্ষাৎ করেন, এরপর ২০২৩ সালে পুনরায় দেশটি সফর করেন।
উপস্থিতি
বৈঠকে উপস্থিত ছিলেন—
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার,
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার,
এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ,
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম,
এবং ব্রাজিল সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
কোন মন্তব্য নেই