“বুধবার প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
“বুধবার প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জামায়াতের বৈঠক”
টাইমস এক্সপ্রেস ২৪ | নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল বুধবার বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জামায়াত নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনে রদবদল এবং নিরপেক্ষতা নিশ্চিতের বিষয় নিয়ে আলোচনা হয়।
বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার সরাসরি তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনি বৈঠকে বলেন, “আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন। যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, সেই ব্যক্তিকেই আমরা দায়িত্বে রাখব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।”
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই বুধবার জামায়াতের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
কোন মন্তব্য নেই