গাজায় হামাসকে দমন করতে সেনা পাঠাতে চায় কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ: ট্রাম্প”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজায় হামাসকে দমন করতে সেনা পাঠাতে চায় কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ: ট্রাম্প”
টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, সকাল ৮:২২ | আপডেট: ৮:৩৭
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই হামাসের বিরুদ্ধে এই নতুন হুঁশিয়ারি দিলেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লেখেন,
“মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের বহু দেশ, আমাদের বর্তমান মহান মিত্ররা, আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, আমার অনুরোধে তাঁরা গাজায় প্রবেশ করে বড় বাহিনী নিয়ে হামাসকে সোজা পথে আনতে প্রস্তুত, যদি হামাস আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে।”
যদিও ট্রাম্প নির্দিষ্ট করে জানাননি, কোন কোন দেশ এই প্রস্তাব দিয়েছে, তবে তিনি ইন্দোনেশিয়ার ভূমিকার বিশেষ প্রশংসা করেছেন।
তিনি বলেন,
“আমি মহান দেশ ইন্দোনেশিয়া এবং তার অসাধারণ নেতাকে ধন্যবাদ জানাতে চাই। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের জন্য তারা যে সহায়তা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”
জানা গেছে, জাকার্তা ও আরও কয়েকটি দেশ গাজায় শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে সরাসরি হামাসের সঙ্গে সংঘর্ষে জড়ানোর বিষয়ে এখনো কোনো দেশ প্রকাশ্যে আগ্রহ দেখায়নি।
ট্রাম্প আরও বলেন,
“মধ্যপ্রাচ্যের জন্য এমন ঐক্য ও ভালোবাসার উদাহরণ গত এক হাজার বছরেও দেখা যায়নি। তবে আমি এসব দেশ ও ইসরায়েলকে বলেছি—এখনো নয়! হামাসের সামনে সঠিক কাজ করার সুযোগ আছে।”
তিনি সতর্ক করে বলেন,
“যদি তারা তা না করে, হামাসের শেষ হবে দ্রুত, কঠোর ও নির্মমভাবে।”
উল্লেখ্য, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল অন্তত ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাতিসংঘের তথ্যানুসারে, গাজায় ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লাখো মানুষ গৃহহীন হয়েছেন, যা মানবাধিকার সংস্থাগুলোর মতে একপ্রকার গণহত্যা।
কোন মন্তব্য নেই