দক্ষিণ কোরিয়ায় কেএনইউ আন্তর্জাতিক বৃত্তি ২০২৬–২৭: আবেদন চলছে” - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ায় কেএনইউ আন্তর্জাতিক বৃত্তি ২০২৬–২৭: আবেদন চলছে”

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

দক্ষিণ কোরিয়ায় কেএনইউ আন্তর্জাতিক বৃত্তি ২০২৬–২৭: আবেদন চলছে”


টাইমস এক্সপ্রেস ২৪ | শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, সকাল ৮:৪৬

দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয় কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (KNU) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য KNU International Graduate Scholarship ২০২৬–২৭ এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে অবস্থিত কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর (মাস্টার্স)পিএইচডি (ডক্টরাল) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।


 বিশ্ববিদ্যালয় পরিচিতি

কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (KNU) দক্ষিণ কোরিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় ৩৬ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ আন্তর্জাতিক শিক্ষার্থী। আধুনিক গবেষণাগার, বহুভাষিক শিক্ষাব্যবস্থা ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।


 বৃত্তির সুযোগ–সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি বিশ্ববিদ্যালয় বহন করবে।

  • প্রতি সেমিস্টারে শিক্ষার্থীর একাডেমিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বৃত্তি নবায়ন করা হবে।

  • মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ ২ বছর, এবং যৌথ মাস্টার্স–পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৪ বছর


 আবেদনের যোগ্যতা

  • বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

  • আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

  • কিউংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির অফার থাকতে হবে।


 প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনপত্র

  • স্টেটমেন্ট অব পারপাস ও স্টাডি প্ল্যান

  • অধ্যাপকের সুপারিশপত্র (সরাসরি জমা বা সিল করা খামে)

  • পূর্ববর্তী ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট

  • ভাষাগত দক্ষতার সনদ (ইংরেজি বা কোরিয়ান)

  • পাসপোর্ট কপি ও জন্মসনদ

  • কোরিয়ান ভাষা ইনস্টিটিউটে অধ্যয়ন করলে ভর্তি সনদ ও ট্রান্সক্রিপ্ট


 আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

 আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।

কোন মন্তব্য নেই