নির্বাচনের আগে শেষ ক্যাবিনেট মিটিং কবে—সিদ্ধান্ত হবে সভায়: ফরিদা আখতার
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নির্বাচনের আগে শেষ ক্যাবিনেট মিটিং কবে—সিদ্ধান্ত হবে সভায়: ফরিদা আখতার
রাঙামাটি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
নির্বাচনের আগে শেষ ক্যাবিনেট মিটিং কবে হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ক্যাবিনেট মিটিংয়েই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, সেটাই অনুসরণ করা হবে এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের নির্ধারিত দায়িত্ব আমরা পালন করে যাব। ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে, কবে শেষ মিটিং হবে।”
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, “তফসিল ঘোষণা করা নির্বাচন কমিশনের কাজ। সরকার শুধু প্রয়োজনীয় সময় ও সহায়তা দেবে, কিন্তু তফসিলের তারিখ নির্ধারণ করবে না।”
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, ড্রেজিং না হওয়ায় কাপ্তাই হ্রদের নাব্যতা কমে এসেছে, ফলে সারা বছর পর্যাপ্ত মাছ ধরা সম্ভব হচ্ছে না। তারা মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদের জন্য দেওয়া ভিজিএফ চাল ২০ কেজি থেকে বাড়িয়ে ৪০ কেজি করার দাবি জানান।

কোন মন্তব্য নেই