মানিকগঞ্জে পশু চিকিৎসক সংকট: ক্ষতিগ্রস্ত হাজারো খামারি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মানিকগঞ্জে পশু চিকিৎসক সংকট: ক্ষতিগ্রস্ত হাজারো খামারি
মানিকগঞ্জ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
মানিকগঞ্জ জেলায় গবাদিপশুর চিকিৎসা সেবায় চরম সংকট দেখা দিয়েছে। জনবল ঘাটতি, পশু চিকিৎসা কেন্দ্রে অনিয়ম এবং অতিরিক্ত অর্থ দাবির কারণে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। এর ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য গরু-ছাগলসহ অন্যান্য গবাদিপশু।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১২ হাজার ছোট-বড় খামার রয়েছে, কিন্তু চিকিৎসাসহ ৫৫টি পদ এখনো শূন্য। এছাড়া ইউনিয়ন ও দুর্গম এলাকার ৩০টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র বন্ধ রয়েছে।
শিবালয় উপজেলার খামারি আশিকুর রহমান শ্রাবণ বলেন, “সরকারি চিকিৎসক না পেয়ে হাতুড়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। ভুল চিকিৎসার কারণে ১০ দিনের মাথায় গরুটি মারা যায়। ক্ষতি হয়েছে দেড় লাখ টাকারও বেশি।”
ঘিওর উপজেলার খামারি আলতাফ হোসেন অভিযোগ করেন, “উপজেলা প্রাণিসম্পদ অফিস অনেক দূরে। অসুস্থ গরু নিয়ে যাওয়া সম্ভব হয় না। ফোন করলেও চিকিৎসক সাড়া দেন না। একবার ভুল ভ্যাকসিন প্রয়োগ করেছিলাম, একদিনেই তিনটি গরু মারা গেল।”
সদর উপজেলার খামারি সর্দার মোশাররফ বলেন, “সরকারি সহায়তা পেতে গেলে দিতে হয় অতিরিক্ত টাকা। অনেক সময় স্থানীয় প্রভাবশালীদের সুপারিশ ছাড়া সেবা পাওয়া যায় না।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “মানিকগঞ্জে পশু চিকিৎসক সংকট মারাত্মক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে খামারিরা নিয়মিত সেবা পাবেন বলে আশা করছি।”
কোন মন্তব্য নেই