বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




 বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকরকর সিদ্দিক।

তিনি জানান, গত বৃহস্পতিবার ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের গভর্নর ভাল্ব স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ১ নম্বর ইউনিটও বিকল হয়ে বন্ধ হয়ে যায়।

প্রকৌশলী আবু বকরকর সিদ্দিক বলেন, “বিকল হয়ে যাওয়া ইউনিটগুলো মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি, খুব শিগগিরই উৎপাদন পুনরায় চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারব।”

উল্লেখ্য, প্রতিদিন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই অচল রয়েছে।

কোন মন্তব্য নেই