দক্ষিণ চীন সাগরে আধ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
দক্ষিণ চীন সাগরে আধ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩০
দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে উভয় দুর্ঘটনায় কেউ নিহত হননি; পাঁচজন ক্রু সদস্যই নিরাপদে উদ্ধার হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ও একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টার রবিবার বিকেলে ৩০ মিনিটের ব্যবধানে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট।
ফ্লিটের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্য এবং সুপার হর্নেট বিমানের দুই পাইলট নিরাপদে ইজেক্ট করে উদ্ধার হয়েছেন। সবাই বর্তমানে “সুরক্ষিত ও স্থিতিশীল” অবস্থায় আছেন।
নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সিএনএন জানায়, চলতি বছর মার্কিন নৌবাহিনী এ পর্যন্ত চারটি এফ/এ-১৮এফ যুদ্ধবিমান হারিয়েছে, যার প্রতিটির দাম প্রায় ৬ কোটি ডলার। এর আগে লোহিত সাগর ও ভার্জিনিয়াতেও একই মডেলের বিমান দুর্ঘটনার শিকার হয়েছিল।
উল্লেখযোগ্য যে, ইউএসএস নিমিৎজ বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম মার্কিন বিমানবাহী রণতরী। এটি বর্তমানে শেষ মিশনে রয়েছে এবং আগামী বছর আনুষ্ঠানিকভাবে অবসরে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই