ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ব্রাহ্মণবাড়িয়ায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১:৩০

উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের আশপাশের দোকানগুলো ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তারা। নিয়মিত ভাড়া দেওয়া সত্ত্বেও তাদের অবৈধ ঘোষণা করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “এটি অমানবিক ও অবৈধ। আমরা উচ্ছেদ অভিযান বন্ধ ও ন্যায়সঙ্গত সমাধান চাই।”

তিনি আরও জানান, কয়েকদিন ধরে তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। কোনো সুরাহা না হওয়ায় সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

উভয় পক্ষের দাবিতে উত্তেজনা বাড়ছে শহরে, ফলে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

কোন মন্তব্য নেই