হলিউডের কিংবদন্তি জুন লকহার্টের জীবনাবসান, বয়স হয়েছিল ১০০ বছর
হলিউডের কিংবদন্তি জুন লকহার্টের জীবনাবসান, বয়স হয়েছিল ১০০ বছর
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক:
হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী জুন লকহার্ট পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মার্কিন গণমাধ্যম পিপল জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে এ বরেণ্য তারকার।
জীবনের শেষ মুহূর্তে তার পাশে ছিলেন কন্যা জুন এলিজাবেথ ও নাতনি ক্রিস্টিয়ানা।
১৯২৫ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেন জুন লকহার্ট। বাবা-মা দুজনই ছিলেন অভিনেতা—জিন লকহার্ট ও ক্যাথলিন লকহার্ট। মাত্র আট বছর বয়সে মঞ্চনাটকে অভিষেক ঘটে জুনের। পরে ১৯৩৮ সালে A Christmas Carol চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন।
১৯৪৭ সালে For Love or Money নাটকে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ‘টনি অ্যাওয়ার্ড’ ও ‘থিয়েটার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
দীর্ঘ ক্যারিয়ারে ‘Lassie’ ও ‘Lost in Space’ সিরিজে তার অভিনয় বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘রুথ মার্টিন’ চরিত্রে তার মাতৃত্বপূর্ণ অভিনয় টেলিভিশন ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেছিলেন জুন লকহার্ট। প্রথম স্বামী জন এফ. ম্যালোনির সঙ্গে তার দুই কন্যা—অ্যান ক্যাথলিন ও জুন এলিজাবেথ। ১৯৫৯ সালে এ সংসার ভেঙে গেলে তিনি জন লিন্ডসেকে বিয়ে করেন, তবে ১৯৭০ সালে সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। এরপর তিনি আর বিয়ে করেননি।
হলিউডের ইতিহাসে জুন লকহার্টকে স্মরণ করা হবে এক অনন্য প্রতিভা, স্নেহময়ী চরিত্র ও নারীশক্তির প্রতীক হিসেবে।

কোন মন্তব্য নেই