বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরির স্বীকারোক্তি পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশানের, ভিডিও ভাইরাল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিলাসবহুল হোটেল থেকে জায়নামাজ চুরির স্বীকারোক্তি পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশানের, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সলিম এক টিভি অনুষ্ঠানে চাঞ্চল্যকর এক স্বীকারোক্তি দিয়েছেন—তিনি একবার বিলাসবহুল হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলেন। তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি একটি বিনোদনমূলক টকশোতে অতিথি হয়ে আসেন দুরেফিশান। অনুষ্ঠানে তিনি খোলামেলা ভঙ্গিতে বলেন,
“আমি একবার বিলাসবহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম। এটি ভীষণ সুন্দর ও নরম ছিল।”
তাঁর এই সরল স্বীকারোক্তিতে বিস্মিত হন সহঅভিনেতা মিকাল জুলফিকার ও উপস্থাপক নিদা ইয়াসির।
মিকাল প্রশ্ন করেন, “জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি?”
উত্তরে দুরেফিশান বলেন,
“আমি ভেবেছিলাম, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন, কারণ আমি সেটি নামাজের জন্যই নিয়েছিলাম।”
এ সময় মিকাল রসিকতা করে বলেন,
“তাহলে যারা মসজিদের বাইরে থেকে জুতা চুরি করে, তাদেরও ক্ষমা করা উচিত!”
তাদের হাস্যরসাত্মক কথোপকথনের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেন্ডিং ক্লিপ।
অনেকে এই ঘটনার রসবোধের প্রশংসা করলেও, নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করছেন। কেউ বলছেন, “চুরি করে সেটা আবার গর্ব করে বলা ঠিক না।” আবার কেউ লিখেছেন, “এটা কোনো মজার বিষয় নয়।”
১৯৯৪ সালের ১৪ জানুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন দুরেফিশান সলিম। তাঁর বাবা সলিম-উল-হাসান একজন খ্যাতনামা পরিচালক ও প্রযোজক। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করে তিনি শোবিজে নাম লেখান।
২০২০ সালে ‘দিল রুবা’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন দুরেফিশান। এরপর ‘ভারা’, ‘ভারাইসি তেরি খুদগার্জি’ ও ‘ইশক মুর্শিদ’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
কোন মন্তব্য নেই