টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ চট্টগ্রামে লড়াই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ চট্টগ্রামে লড়াই

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ চট্টগ্রামে লড়াই



ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের আনন্দ এখনো তাজা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের নেপালের কাছে সিরিজ হার নিয়ে হতাশা। এমন দুই বিপরীতধর্মী অবস্থায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, চট্টগ্রামের সাগরপাড়ের স্টেডিয়ামে। খেলা শুরু সন্ধ্যা ৬টা থেকে (টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার)

বাংলাদেশ দল পূর্ণ শক্তিতে খেলছে, আর ওয়েস্ট ইন্ডিজ এবার ড্যারেন স্যামির নেতৃত্বে এসেছে পূর্ণ প্রস্তুতি নিয়ে। বিশ্বকাপের আগে নিজেদের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ হিসেবেই দেখছে উভয় দল এই সিরিজকে।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি অধিনায়ক লিটন দাসের ফেরা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন তিনি। পাঁচ টি-টোয়েন্টি ও ছয় ওয়ানডে মিস করার পর এখন পুরোপুরি ফিট এবং আত্মবিশ্বাসী লিটন নেতৃত্ব দিচ্ছেন দলকে।

দুই দল এতদিনে মোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে—বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ৯টিতে। তবে গত বছরের কিংস টাউনে ক‍্যারিবীয় মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের জন্য বড় প্রেরণা।

লিটন দাস বলেন,

“আমি চাই আমাদের খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে—এই অভিজ্ঞতাই ভবিষ্যতের বিশ্বকাপে আমাদের সাহায্য করবে।”

তিনি আরও যোগ করেন,

“টি-টোয়েন্টি মানেই ভিন্ন মানসিকতা। এই সংস্করণে আমরা জানি কীভাবে খেললে সফল হওয়া যায়। তাই সবাই আত্মবিশ্বাসী।”

নিজেদের মাঠে বরাবরই ক্যারিবীয়দের কঠিন সময় দিয়েছে বাংলাদেশ। এবারও ভক্তদের প্রত্যাশা—ওয়ানডের ধারাবাহিক সাফল্যের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ জয়রথ অব্যাহত রাখবে।

কোন মন্তব্য নেই