এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ১৫% বৃদ্ধি, দুই ধাপে কার্যকর নভেম্বর ও জুলাইয়ে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
 এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ১৫% বৃদ্ধি, দুই ধাপে কার্যকর নভেম্বর ও জুলাইয়ে
জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বৃদ্ধি দুই ধাপে কার্যকর হবে — প্রথম ধাপে ৭.৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) চলতি বছরের ১ নভেম্বর থেকে, এবং দ্বিতীয় ধাপে আরও ৭.৫ শতাংশ ২০২৬ সালের ১ জুলাই থেকে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
এর আগে সরকার ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে বাড়িভাড়া বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন,
“আজকের এই সিদ্ধান্ত শিক্ষা বিভাগের জন্য ঐতিহাসিক। শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।”
তিনি আরও বলেন, “এটি কারও একার জয় নয়; এটি শিক্ষকদের আন্দোলন, সরকারের দায়িত্বশীলতা ও পারস্পরিক সংলাপের সাফল্য।”
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন,
“শিক্ষকদের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া প্রশংসনীয়। আমরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেব।”
শিক্ষক সমাজ এই সিদ্ধান্তকে ‘ন্যায্য অর্জনের ফল’ হিসেবে দেখছেন এবং আশা করছেন, ভবিষ্যতে জাতীয়করণসহ অন্যান্য দাবিও বাস্তবায়িত হবে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
কোন মন্তব্য নেই