শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে


নারায়ণগঞ্জ সংবাদদাতা || টাইমস এক্সপ্রেস ২৪

নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়

এলাকাবাসী বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে

নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান,

“মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন,

“এই যুবক হত্যার শিকার নাকি দুর্ঘটনাবশত পানিতে পড়ে মারা গেছেন, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

স্থানীয়রা জানান, নদীর পাড়ে সকালে জেলেরা প্রথম মরদেহটি দেখতে পান এবং পরে তা দ্রুত উদ্ধার করা হয়।


নারায়ণগঞ্জ খবর, শীতলক্ষ্যা নদী, মরদেহ উদ্ধার, নৌ-পুলিশ, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, বন্দর খেয়াঘাট

কোন মন্তব্য নেই