প্রেমঘটিত দ্বন্দ্বে জোবায়েদ হত্যা: মূল পরিকল্পনাকারী ছিলেন ছাত্রী বর্ষা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রেমঘটিত দ্বন্দ্বে জোবায়েদ হত্যা: মূল পরিকল্পনাকারী ছিলেন ছাত্রী বর্ষা
জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন তার ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা, যিনি প্রেমিক মাহির রহমানকে সঙ্গে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।
মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি বলেন,
“প্রেমঘটিত কারণেই এই হত্যাকাণ্ড। বর্ষার সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল মাহির রহমানের। কিন্তু পরে বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়লে মাহির ক্ষুব্ধ হন। দুজন মিলে পরিকল্পনা করে মাহির তার সহযোগীদের নিয়ে ছুরি দিয়ে জোবায়েদকে হত্যা করেন।”
পুলিশ ইতিমধ্যে বর্ষা ও মাহিরকে গ্রেপ্তার করেছে।
নজরুল ইসলাম আরও জানান,
“২৬ সেপ্টেম্বর মাহির জানতে পারেন, বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক গড়ে উঠেছে। এরপরই শুরু হয় হত্যার পরিকল্পনা।”
তদন্তে জানা গেছে, বর্ষা জোবায়েদের প্রতি আকৃষ্ট হয়ে মাহির সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেন। তবে মাহিরকে ভুলতে না পেরে জোবায়েদের প্রতি প্রতিশোধের মনোভাব থেকেই হত্যার পরিকল্পনা করেন বর্ষা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন সহযোগীর সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই