বাংলাদেশে প্রথমবার শনাক্ত ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’-এর নতুন ধরন, পোলট্রি খাতে নতুন উদ্বেগ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশে প্রথমবার শনাক্ত ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’-এর নতুন ধরন, পোলট্রি খাতে নতুন উদ্বেগ
মো. লিখন ইসলাম, বাকৃবি || টাইমস এক্সপ্রেস ২৪
বাংলাদেশে প্রথমবারের মতো ‘চিকেন অ্যানিমিয়া ভাইরাস’ (CAV)-এর নতুন জেনোটাইপ ‘এলএলএলবি’ স্ট্রেন শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। এই ভাইরাস মুরগির রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস করে খামারিদের জন্য বড় অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।
বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণা সম্পন্ন করেন স্নাতকোত্তর শিক্ষার্থী মারজানা আকতার। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য জার্নাল এ।
ড. গোলজার হোসেন জানান,
“দীর্ঘদিন ধরে দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব না থাকলেও ২০২৩ সালে নরসিংদীর একটি ব্রয়লার খামারে হঠাৎ রোগ দেখা দেয়। পরে বিভিন্ন জেলায় এর উপস্থিতি পাওয়া যায়।”
গবেষণায় দেখা গেছে, আক্রান্ত মুরগির মধ্যে রক্তস্বল্পতা, ফ্যাকাশে ঝুঁটি, নীলচে ডানার মতো উপসর্গ দেখা যায়। ডিএনএ বিশ্লেষণে ভাইরাসটির জেনোটাইপ এলএলএলবি প্রজাতি নিশ্চিত করা হয়, যা আগে বাংলাদেশে শনাক্ত হয়নি।
মারজানা আকতার বলেন,
“এই ভাইরাসের জিনগত গঠন চীনের একটি স্ট্রেইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আন্তর্জাতিক পোলট্রি বাণিজ্যের মাধ্যমে এটি দেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।”
গবেষকদল জানায়, ভাইরাসটির ভিপি৩ প্রোটিনে নতুন কিছু মিউটেশন পাওয়া গেছে, যা রোগের তীব্রতা বাড়াতে পারে। এজন্য জাতীয় পর্যায়ে ভাইরোলজিক্যাল মনিটরিং, ব্রিডার ফ্লকে টিকা আপডেট ও খামারে বায়োসিকিউরিটি জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
এই গবেষণার মাধ্যমে দেশের পোলট্রি শিল্পে রোগ প্রতিরোধ, টিকা উন্নয়ন ও সঠিক রোগ নির্ণয়ে বৈজ্ঞানিক ভিত্তি তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
কোন মন্তব্য নেই