‘বিদায়’ সিনেমায় বাপ্পারাজের প্রত্যাবর্তন, সঙ্গে দীঘি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
‘বিদায়’ সিনেমায় বাপ্পারাজের প্রত্যাবর্তন, সঙ্গে দীঘি
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
দীর্ঘদিন পর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ফিরছেন বড় পর্দায়। নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান।
গত ১৭ অক্টোবর সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। পাশাপাশি থাকছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ আরও অনেকে।
প্রযোজক শাহরিন আক্তার জানান,
“‘বরবাদ’-এর পর আমরা সিয়ামকে নিয়ে আরেকটি প্রজেক্টের পরিকল্পনা করেছিলাম, তবে সেটি আপাতত স্থগিত করে এখন ‘বিদায়’-এর কাজেই মনোযোগ দিচ্ছি। এতে বাপ্পারাজ ও দীঘি কেন্দ্রীয় চরিত্রে থাকছেন।”
শোনা যাচ্ছে, এই সিনেমায় সিয়াম আহমেদও যুক্ত হতে পারেন, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
সম্প্রতি বাপ্পারাজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিদায়’ শিরোনাম উল্লেখ করে একটি পোস্ট দেন। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন। তবে বাস্তবে সেটি তার নতুন সিনেমার নাম।
গল্পের বিষয়ে বাপ্পারাজ বলেন,
“প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কিছু বলা নিষেধ আছে। শুটিং শেষ হলে মাসের শেষে বিস্তারিত জানাব।”
জানা গেছে, ‘বিদায়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে গ্রামীণ জীবন, বিদেশযাত্রা ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আবেগঘন প্রেক্ষাপটে।
SEO কীওয়ার্ড প্রস্তাবনা:
কোন মন্তব্য নেই