পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র


ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরাধিকার ধরে রাখতে আসছেন তার ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই পর্তুগালের অনূর্ধ্ব–১৬ জাতীয় দলে জায়গা পেয়েছেন এই তরুণ প্রতিভা।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, রোনালদো জুনিয়রকে তুরস্কে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–১৬ ফেডারেশন কাপে অংশগ্রহণের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আনাতোলিয়ায়।

এর আগেও জুনিয়র জাতীয় দলের জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রোনালদো জুনিয়র। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব–১৫ দলের হয়ে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেন তিনি।

বর্তমানে রোনালদো জুনিয়র খেলছেন সৌদি আরবের আল নাসর একাডেমিতে, যেখানে রয়েছেন তার বাবা রোনালদোও। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের জুনিয়র টিমেও খেলেছেন এবং কোচদের মুগ্ধ করেছেন তার পারফরম্যান্সে।

বিশ্ব ফুটবলে রোনালদো নামটি এক প্রতীক। সেই নামের ভার নিয়েই নিজের পথ তৈরি করতে চাইছেন জুনিয়র। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, “যদি ধারাবাহিকতা বজায় থাকে, তবে রোনালদো জুনিয়র একদিন হতে পারেন বাবার যোগ্য উত্তরসূরি।”


রোনালদো জুনিয়র, রোনালদো ছেলে, পর্তুগাল অনূর্ধ্ব ১৬ দল, ক্রিশ্চিয়ানো রোনালদো নিউজ, রোনালদো জুনিয়র আল নাসর, পর্তুগাল ফুটবল, টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই