বাংলাদেশের দেওয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ১ উইকেটে ৩৪ রান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের দেওয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ১ উইকেটে ৩৪ রান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাংলাদেশের দেওয়া ২১৪ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ, ১০ ওভারে ১ উইকেটে ৩৪ রান


ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

মিরপুর শের-ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১৩ রান

বাংলাদেশের ইনিংসে শেষ দিকে ঝড় তোলেন তরুণ রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৩৯ রানে ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার এই ব্যাটিংয়েই ১৭৮ থেকে ২১৩ রানে পৌঁছে যায় টাইগাররা।

সৌম্য সরকার ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন, ৮৯ বলে ৩টি চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসে। এছাড়া মিরাজ অপরাজিত ৩২, নুরুল হাসান সোহান ২৩, অঙ্কন ১৭, নাসুম আহমেদ ১৪হৃদয় ১২ রান করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের গুদাকেশ মোতি ৩টি উইকেট নেন ৬৫ রান খরচায়। এছাড়া অ্যালিক আথানেজ ৩ মেডেনসহ ১৪ রানে ২টি উইকেটআকিল হোসেইন ৪১ রানে ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে। দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলাররা ধারাবাহিক লাইন-লেন্থে বল করে চাপ বজায় রাখেন।

এই ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, তার জায়গায় ফিরেছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজও একাদশে এনেছে দুই পরিবর্তন—দলে ফিরেছেন আকিল হোসেইনআকিম অগাস্টে

এখন দেখার বিষয়, বাংলাদেশের স্পিন-নির্ভর বোলিং আক্রমণের বিপক্ষে ২১৪ রানের টার্গেট ছুঁতে পারে কি না ক্যারিবীয়রা।


বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, BAN vs WI 2nd ODI, বাংলাদেশ ক্রিকেট, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মিরাজ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, মিরপুর স্টেডিয়াম, টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই