প্রধান উপদেষ্টা ইউনূসের আশাবাদ: বাড়ি ভাতা বৃদ্ধিতে নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধান উপদেষ্টা ইউনূসের আশাবাদ: বাড়ি ভাতা বৃদ্ধিতে নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 প্রধান উপদেষ্টা ইউনূসের আশাবাদ: বাড়ি ভাতা বৃদ্ধিতে নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা


নিউজ ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিশ্বাস করেন, শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মহৎ দায়িত্বে আরো উৎসাহ নিয়ে কাজ করবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে আগামী জুলাই মাস থেকে আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো যৌক্তিক। তবে দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি ও অর্থনৈতিক লুটপাটে ক্ষতিগ্রস্ত দেশীয় অর্থনীতি এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি। সে কারণেই সরকার বাস্তবতার নিরিখে ধাপে ধাপে এ সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি বলেন,

“অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বর্তমানে অর্থনীতির বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।”

এ সময় তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্ট সবাইকে শিক্ষকদের দাবি বাস্তবায়নে আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই