বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক পর্ন চক্রের পেছনের মুখ উন্মোচিত

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক পর্ন চক্রের পেছনের মুখ উন্মোচিত
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
২০ অক্টোবর ২০২৫, সোমবার | সময়: দুপুর ১:৪৭
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এক দম্পতিকে বান্দরবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে তারা বিদেশভিত্তিক ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচার করে আসছিলেন। এই চ্যানেলটি আন্তর্জাতিক পর্ন সাইটগুলোর মধ্যে শীর্ষস্থানীয়দের তালিকায় উঠে আসে।
তদন্তে যা জানা গেছে
পুলিশি তদন্তে উঠে এসেছে, দম্পতিটি বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করতেন এবং এর মাধ্যমে উল্লেখযোগ্য অর্থ উপার্জন করতেন।
তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নিয়মিত নতুন কনটেন্টের লিংক শেয়ার করা হতো। এ ছাড়া, বিভিন্ন পোস্টে তারা বিলাসবহুল জীবনযাপনের ছবি প্রকাশ করতেন, যা তরুণদের আকৃষ্ট করার উদ্দেশ্যে ব্যবহৃত হতো বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
আইনি পদক্ষেপ
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন,
“গ্রেপ্তারকৃত দম্পতি বিদেশি ওয়েবসাইটে নিয়মিত পর্নোগ্রাফিক কনটেন্ট আপলোড করতেন। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
আইন অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচার একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে।
পূর্বপট
সম্প্রতি একটি আন্তর্জাতিক অনলাইন ম্যাগাজিন তাদের পরিচয় ও কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরপর সিআইডি অভিযান চালিয়ে বান্দরবন থেকে দম্পতিকে গ্রেপ্তার করে।
সূত্র: সিআইডি, অনলাইন গণমাধ্যম প্রতিবেদন
প্রকাশনা: টাইমস এক্সপ্রেস ২৪ | www.timesexpress24.com
কোন মন্তব্য নেই