চট্টগ্রামে রাস্তার পাশে এআইইউবি শিক্ষার্থীর লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রামে রাস্তার পাশে এআইইউবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





চট্টগ্রামে রাস্তার পাশে এআইইউবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম শামিম মাসুদ খান (২৬)।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান।

তিনি জানান, স্থানীয়রা রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শামিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসি মাহমুদুল হাসান বলেন, “বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

প্রয়াত শামিম মাসুদ খান ঢাকায় অবস্থিত এআইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই