বান্দরবানে আলোচিত অনলাইন কনটেন্ট নির্মাতা দম্পতি গ্রেপ্তার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বান্দরবানে আলোচিত অনলাইন কনটেন্ট নির্মাতা দম্পতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
চট্টগ্রাম:
দেশজুড়ে আলোচিত অনলাইন কনটেন্ট নির্মাতা দম্পতি বৃষ্টি ও আজিমকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দিন খান।
সিআইডির প্রাথমিক তথ্যে জানা গেছে, এই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত আপত্তিকর ভিডিও কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানে ছিল।
তদন্ত কর্মকর্তারা জানান, বাংলাদেশে অবস্থান করেই তারা আন্তর্জাতিক অ্যাডাল্ট প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ‘মডেল’ পরিচয়ে প্রচার করলেও, তাদের বিরুদ্ধে ডিজিটাল আইন ভঙ্গ ও অনৈতিক কনটেন্ট তৈরির অভিযোগ উঠেছে।
গবেষণাভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট–এর তথ্যমতে, বৃষ্টি ও আজিম ২০২৪ সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। এক বছরের মধ্যেই তারা শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।
সিআইডি জানিয়েছে, দম্পতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কোন মন্তব্য নেই