গাজীপুরে বিচারকের বাসায় চুরি, পুলিশের অভিযানে আটক ৩

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজীপুরে বিচারকের বাসায় চুরি, পুলিশের অভিযানে আটক ৩
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
গাজীপুর মহানগরীর আজিম উদ্দিন কলেজ রোডে সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায় অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের সরকারি বাসভবন ‘গোধুলী’তে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করেছে।
ঘটনাটি ঘটে গত শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে। সোমবার (২০ অক্টোবর) সকালে আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর মেট্রো সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির কারণে বিচারক আবু ইব্রাহীম বাসায় ছিলেন না। এই সুযোগে রাত সাড়ে ১১টা থেকে পরদিন সকাল পৌনে ১১টার মধ্যে অজ্ঞাত চোরেরা বাসার বারান্দার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে এবং মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
চোরেরা বাসা থেকে একটি এসি, বৈদ্যুতিক তার, দুটি বাথরুমের ফিটিংস, তিনটি চাকু, তিনটি প্লেট, বেসিনের ট্যাপ, আলমারির কাপড় ও ব্যাগ, একটি প্রেসার কুকার, রাইস কুকার, ওভেন, টর্চলাইটসহ বিভিন্ন প্লাস্টিক পাইপ চুরি করে। চুরি হওয়া মালামালের মূল্য আনুমানিক ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।
পরদিন সকালে অফিস সহায়করা বাসায় গিয়ে ফটক ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি বিচারককে জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।
গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, “চুরির ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কোন মন্তব্য নেই