ফরিদা পারভীন: বাউল গানের নাগরিক বিপ্লবের নীরব সাধক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফরিদা পারভীন: বাউল গানের নাগরিক বিপ্লবের নীরব সাধক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ফরিদা পারভীন: বাউল গানের নাগরিক বিপ্লবের নীরব সাধক



বাংলা সংগীত জগতে লালনগীতিকে মূলধারায় নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ফরিদা পারভীন। একসময় বাউলগানকে “অসভ্য” কিংবা “নেশাখোরদের গান” হিসেবে দেখা হলেও, তাঁর কণ্ঠে এই গান হয়ে উঠেছে ধ্যান, দর্শন ও সংস্কৃতির প্রতীক।
কুষ্টিয়ার এই শিল্পী কেবল লালনের গীতিকবিতাকে জনপ্রিয় করেননি—তিনি এর মাধ্যমে মানবতাবাদ, সমতা ও আধ্যাত্মিক ভালোবাসার বাণীকে ছড়িয়ে দিয়েছেন দেশ-বিদেশে।

‘এই পদ্মা এই মেঘনা’ কিংবা ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’ গানগুলো তাঁর শিল্পীসত্তার অমর সাক্ষী।
তিনি দেখিয়েছেন—বাউল সংগীত কেবল গ্রামের মাঠে নয়, শহরের মঞ্চেও জায়গা পেতে পারে।
ফরিদা পারভীন আজ কুষ্টিয়ার গর্ব, বাংলার সাংস্কৃতিক আত্মার প্রতীক।

কোন মন্তব্য নেই