এআই অপব্যবহার ও ভুয়া তথ্য ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করবে নির্বাচন কমিশন: সিইসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এআই অপব্যবহার ও ভুয়া তথ্য ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করবে নির্বাচন কমিশন: সিইসি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 এআই অপব্যবহার ও ভুয়া তথ্য ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করবে নির্বাচন কমিশন: সিইসি



জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার ও ভুয়া তথ্য প্রচার রোধে কেন্দ্রীয় পর্যায়ে একটি মনিটরিং সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় তিনি বলেন,
“এআই এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। এটি যেমন মানুষের উপকারে আসতে পারে, তেমনি অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্যও ছড়ানো সম্ভব। তাই নির্বাচন প্রক্রিয়াকে নিরাপদ রাখতে এখনই প্রস্তুতি নিতে হবে।”

সিইসি জানান, নতুন গঠিত কেন্দ্রীয় সেলটি ২৪ ঘণ্টা কাজ করবে, যাতে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও যাচাই করা যায়।

তিনি আরও বলেন, এ সেলটি ফ্যাক্ট চেকিং, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।

নাসির উদ্দিন জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হবে নির্বাচনের সময় তথ্য বিকৃতি, গুজব ও ডিজিটাল প্রভাব মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ।

কোন মন্তব্য নেই