নারায়ণগঞ্জে দারোয়ানকে পিটিয়ে হত্যা, অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে
নারায়ণগঞ্জে দারোয়ানকে পিটিয়ে হত্যা, অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ (২৮) নামে এক দারোয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে মারধর করা হয়। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবু হানিফ বাগেরহাটের খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি খানপুরের ইতু ভিলায় দারোয়ান হিসেবে কাজ করতেন।
নিহতের ভগ্নিপতি ইব্রাহিম জানান, স্থানীয় অভিসহ কয়েকজন বিকেলে হানিফকে আটক করে নির্মমভাবে পিটিয়ে জখম করে। অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে চলে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতলে নিলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, অভিযুক্তরা পূর্বে হানিফের বিরুদ্ধে ভুয়া ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগ তুলে টাকা দাবি করত। টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

কোন মন্তব্য নেই