গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ইউপি সদস্যের অডিও ফাঁস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ইউপি সদস্যের অডিও ফাঁস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাজীপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ইউপি সদস্যের অডিও ফাঁস


গাজীপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

গাজীপুরের শ্রীপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। ঘটনাটির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্তের নাম মো. নূরে আলম (৫০)। তিনি গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। হুমকির শিকার সাংবাদিকের নাম শিহাব খান (৩৬), তিনি এটিএন নিউজের শ্রীপুর প্রতিনিধি।

অডিওতে নূরে আলমকে বলতে শোনা যায়, “আপনি কে জানি! আমার এলাকায় এলে ঠ্যাংয়ের নালা ভেঙে ফেলব। তোমরা বাটপার ছাড়া কিছুই না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) দুপুরে গাজীপুর গ্রামের বাবুলের বাড়ির সামনে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ চলছিল। সাংবাদিক শিহাব খান বিষয়টির ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠান। পরে ইউপি সদস্য নূরে আলম ক্ষুব্ধ হয়ে ফোনে হুমকি দেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, “আমি শুধু কাজের মান যাচাই করেছিলাম। এরপর থেকেই একের পর এক হুমকি পাচ্ছি, এখন আমি নিরাপত্তাহীনতায় আছি।”

এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানান ওসি মো. আব্দুল বারিক। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে, পরবর্তী পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে।”

অভিযোগ স্বীকার করে ইউপি সদস্য নূরে আলম বলেন, “রাগের মাথায় এমন কথা বলেছি। নিম্নমানের ইট ব্যবহার করা হয়নি।”

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম জানিয়েছেন, “বিষয়টি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই