কিংবদন্তি অভিনেতা আসরানির মৃত্যু, কেন গোপন রাখল পরিবার?

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
কিংবদন্তি অভিনেতা আসরানির মৃত্যু, কেন গোপন রাখল পরিবার?
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২০ অক্টোবর) বিকেলে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জানা গেছে, চার দিন আগে তাকে মুম্বাইয়ের ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে পানি জমে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। পরে সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
পরিবার আসরানির মৃত্যুর খবর গোপন রাখে এবং শেষকৃত্য শেষে তা প্রকাশ করে। তার ব্যক্তিগত সহকারী বাবু ইন্ডিয়া টুডেকে বলেন, “আসরানি সাহেব সবসময় চেয়েছিলেন শান্তিতে বিদায় নিতে। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, মৃত্যুকে যেন কোনো বড় আয়োজন না করা হয়।”
খুব শিগগিরই পরিবার আনুষ্ঠানিক বিবৃতি দেবে এবং একটি প্রার্থনা সভার আয়োজন করবে বলে জানা গেছে।
হিন্দি চলচ্চিত্রে কমেডি ও পার্শ্ব-অভিনয়ে আসরানি ছিলেন এক অনন্য নাম। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালের সুপারহিট সিনেমা ‘শোলে’-তে কারাগারের জেলারের ভূমিকায় তার অভিনয় আজও দর্শকের মনে অমলিন।
সত্তরের দশকে ‘মেরে আপনে’, ‘চুপকে চুপকে’, ‘ছোটি সি বাত’, ‘অভিমান’, ‘পরিচয়’সহ বহু ক্লাসিক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ৮৪ বছর বয়সেও তিনি সক্রিয় ছিলেন অভিনয়ে। সম্প্রতি ‘বান্টি আউর বাবিল টু’, ‘ড্রিম গার্ল টু’সহ একাধিক ছবিতে কাজ করেছেন। মৃত্যুর আগে ‘হাইওয়ান’ ও ‘ভূত বাংলা’ সিনেমার কাজ শেষ করে গেছেন তিনি, যেগুলো এখন মুক্তির অপেক্ষায়।
কোন মন্তব্য নেই